ষষ্ঠ শ্রেণি অবধি মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি তালিবানের – পিছনে কি অন্য অঙ্ক?
তালিবানকে প্রতি সপ্তাহে পাঠানো মার্কিনি অর্থসাহায্য? ঠিকই শুনেছেন, আগস্ট ২০২১ থেকে প্রতি সপ্তাহে পাঠানো এই সাহায্যের পরিমাণ ৪ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩২০ কোটি টাকা, প্রতি সপ্তাহে! মার্কিন প্রশাসনের তরফেই জানানো হয়েছে আগস্ট ২০২১ থেকে আজ অবধি তালিবান-শাসিত আফগানিস্তানে পাঠানো মার্কিনি সাহায্যের পরিমাণ আনুমানিক ১১০ কোটি মার্কিন ডলার। এই টাকাতে টান পড়ার আশঙ্কা শুরু হতেই মোল্লা-নেতাদের নরম হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 15 January, 2023 | 505 | Tags : Afghanistan Female Education USAid Taliban